দুম্বার গোস্ত দিয়ে ১৪ গ্রামের নারী-পুরুষকে খাওয়ালেন ইউপি চেয়ারম্যান 

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : : | প্রকাশ: ২০ জুন, ২০২৪, ০৭:০৬ এএম

কলারোয়ায় ঈদের দিন দুম্বার গোস্ত দিয়ে ১৪ গ্রামের সাড়ে ৪শ বয়স্ক নারী-পুরুষকে দাওয়াত করে খাওয়ালেন উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। তিনি তার বাস ভবনে একটি প্যান্ডে করে ওই বয়স্ক নারী-পুরুষকে চিঠি দিয়ে দাওয়াত করেন। তারা বয়স্ক হওয়ায় চলাফেরা করতে না পারায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ইজিবাইক নিয়ে প্রত্যেকের বাসায় যান এবং তাদের গাড়িতে করে নিয়ে আসেন। খাওয়া দাওয়া শেষে কুশোল বিনিময় করে আবারও তাদের প্রত্যেকের বাসায় নিয়ে রেখে আসেন। এ বিষয়ে ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন-দীর্ঘ দিনের আসা ছিলো তার ইউনিয়নের বয়স্ক নারী-পুরুষদের দাওয়াত করে খাওয়ানোর। কিন্তু সময়ের কারণে তা হয়নি। এবার তার ছোট ভাই ব্যবসায়ী ইমাম হোসেনের উদ্যোগে বাড়ীতে ঈদের দিন দুম্বা কোরবানি দিয়ে সেই মাংস রান্না করে ১৪ গ্রামের বয়স্ক নারী ও পুরুষকে খাওয়ানো হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW