ডুমুরিয়ার ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সন্মাননা প্রদান

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : : | প্রকাশ: ২০ জুন, ২০২৪, ০৮:০৮ পিএম

ডুমুরিয়ার ফারাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের সন্মাননা ও ক্রেস্ট বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী,বিশিষ্ট শিক্ষানুরাগী বিজ্ঞানী ও দানবীর ড.শামসুল করিম বাকার। বিদ্যালয় পরিচালনা পর্ষাদের সভাপতি মাসুদ পারভেজ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন এসকে বাকার কলেজের অধ্যক্ষ আবদুল হালিম বিশ্বাস ও প্রধান শিক্ষক অবঃ মৃনাল কান্তি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আশিকুর রহমান সাগর, শিক্ষার্থী অভিভাবক শিক্ষক আবদুল্লাহ আল মামুন, অভিভাবক সদস্য এস এম আব্দুল্যাহ, কৃতি শিক্ষার্থী মিনাজুল ইসলাম মোঃ মাজেদুল ইসলাম মোঃ আলমগীর হোসেন, মোঃ ইকরামুল ইসলাম, অনুরাধা বিশ্বাস, মারিয়া আক্তার রকসি, খাদিজাতুল মাওয়া, মোঃ আজাদ হোসেন, সজিব হোসেন, মোঃ ওবাইদুর রহমান, আল-মামুন মোল্লা প্রমুখ। এর আগে পবিত্র কোরআন থেকে তেলয়াত করে স্কুল ছাত্রী ফারিয়া তাসমিন ও পবিত্র গীতা থেকে পাঠ করে ছাত্র শিপন কর্মকার। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন, সহকারি প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ চৌধুরী।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW