স্যামন্স জিম্বাবুয়ের নতুন কোচ

এফএনএস স্পোর্টস: : | প্রকাশ: ২০ জুন, ২০২৪, ০৭:৩৭ পিএম

বাজে সময়ের মধ্যে থাকা জিম্বাবুয়ের দায়িত্ব নিলেন জাস্টিন স্যামন্স। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন স্যামন্সকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) সামনের পথচলায় জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ডিওন ইব্রাহিমকে সহকারী কোচ হিসেবে পাবেন স্যামন্স। বুধবার এক বিবৃতিতে নতুন কোচদের নাম ঘোষণা করে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার হাই পারফরম্যান্স ইউনিটসহ বেশ কিছু ঘরোয়া দলের কোচিং করিয়েছেন স্যামন্স। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হওয়ার পর জিম্বাবুয়ের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ডেভ হটন। এরপর গত ছয় মাসে অন্তর্বর্তীকালীন দায়িত্বে ওয়াল্টার চাওয়াগুটা স্টুয়ার্ট মাতসিকেনেরি ভিন্ন দুই সফরে দলের কোচিং করান। ওয়ানডে টি-টোয়েন্টি মিলিয়ে সবশেষ চার বিশ্বকাপের তিনটিতেই খেলতে পারেনি জিম্বাবুয়ে। এখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট পেতে আবার আঞ্চলিক বাছাইয়ে লড়তে হবে তাদের। আর স্বাগতিক হিসেবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে স্বয়ংক্রিয়ভাবে সুযোগ পাবে তারা। স্যামন্সের সঙ্গে পরামর্শ করে জিম্বাবুয়ের কোচিং প্যানেলের বাকি সদস্য নিয়োগ দেওয়া হবে। ছাড়া অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে এল্টন চিগুম্বুরাকে। ব্যাটিং কোচ হিসেবে নরবার্ট মানিয়ান্দে বোলিং কোচ হিসেবে থাকছেন পল অ্যাডামস।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW