রংপুরে মিঠাপুকুর থানা, রংপুর বিরামপুর থানা পুলিশের সহায়তায় শুক্রবার রাতে মিঠাপুকুর থানার মামলা নম্বর ০৩ -০৪/০৭/১৯৮৬ সালের -৩০২/৩৪ এর দীর্ঘ ৩৩ বছরের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুস ছালাম, পিতা- বশির উদ্দিন, আকবারপুর থানা মিঠাপুকুর, জেলা রংপুরকে দিনাজপুর জেলার বিরামপুর থানার নটকুমারী গ্রাম হতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।