প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননীর সাথে পরকিয়ার সম্পর্কে মেলামেশা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে সাইফুল আকন নামের এক যুবক। আটককৃত যুবককে বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাদুরতলা গ্রামের।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা এক দুবাই প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীর সাথে দীর্ঘদিন থেকে পরকিয়ার সম্পর্ক করে আসছিলো একই গ্রামের আবদুল মান্নান আকনের ছেলে সাইফুল। বুধবার রাতে পরকিয়ার সম্পর্কে প্রবাসীর স্ত্রীর সাথে মেলামেশা করতে গিয়ে জনতার হাতে ধরা পরে সাইফুল। খবরপেয়ে পুলিশ তাকে (সাইফুল) উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গৌরনদী মডেল থানার এসআই মোঃ সাহাবুদ্দিন জানান, প্রবাসীর স্ত্রীর দায়ের করা ধর্ষন মামলার আসামি সাইফুল আকনকে বৃহস্পতিবার শেষকার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।