আড়িয়াল খাঁ নদীতে অবৈধ জালসহ ট্রলার জব্দ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :  : | প্রকাশ: ২১ জুন, ২০২৪, ০১:৪৬ এএম

জেলার মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে অবৈধ জালসহ ট্রলার জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িতপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে একটি বিশাল মশারী জালের সাবার ও ট্রলার জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল মোবাইল কোর্টের মাধ্যমে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ট্রলার নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW