খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের মোড়ল পাড়ায় ১৩০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী মোল্লাবাড়ি জামে মসজিদটির পুণঃনির্মাণের মাধ্যমে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে গড়ে তুলেছেন সকলের সহযোগিতায় ঐকান্তিক প্রচেষ্টায় দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল।
গত শুক্রবার (২১ মে ) পুণঃনির্মিত ভবনে জুম্মার নামাজ আদায় পরবর্তী মসজিদটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন দিঘলিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি মাওলানা মুজিবুর রহমান।
সৌন্দর্যে ভরপুর আধুনিক সকল সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এ মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, দিঘলিয়ার বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম দানবীর এম এ মজিদ পুত্র এম এ মতিন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহাগ হোসেন, মুফতি আজিজুর রহমান সোহেল, মুফতি মিকাইল হোসেন, মোল্লাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ইয়াসিন শেখ, কাস্টমস কর্মকর্তা মোঃ ফারুক মোড়ল, মোল্লা মাকসুদুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য নাজমুল হাওলাদার, আরিফ হোসেন, শেখ শাহাবুদ্দিন, শেখ বিপ্লব হোসেন। আরো উপস্থিত ছিলেন আজিজুল হুজুর, তুহিন মোড়ল, আবদুল কাদের মোড়ল, সেলিম মোড়ল, হাসান মাহমুদ রাকিব, গফফার শেখ, রফিক খা, ওয়াহিদুজ্জামান মিঠু, কাওসার মোড়ল, মিঠু হাওলাদার, সবুজ খানসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে মোঃ হায়দার আলী মোড়ল বলেন, উপজেলার দিঘলিয়া গ্ৰামে আধুনিক ও যুগোপযোগী মসজিদ নির্মাণে যে সকল মুসল্লীরা সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আল্লাহ সকলের ইহকালীন ও পরকালীন কল্যাণ দান করুন। আমিন।