স্পেনের খেলায় মুগ্ধ বুফন

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ২২ জুন, ২০২৪, ০৭:১৮ পিএম

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালি দলের হেড অব ডেলিগেশনের দায়িত্বে আছেন কিংবদন্তি গোলকিপার জানলুইজি বুফন। মাঠে বসেই দেখেছেন ইতালির বিপক্ষে স্প্যানিশদের দাপুটে ফুটবল। স্পেনের দুর্দান্ত ফুটবলের প্রশংসা করলেন সাবেক এই ইটালিয়ান গোলকিপার। 'স্পেনকে কৃতিত্ব দিতেই হবে। যেভাবে তারা খেলেছে, খেলোয়াড়েরা অসংখ্য সুযোগ তৈরি করেছে এবং কখনই প্রতিপক্ষকে স্বস্তিতে শ্বাস নেওয়ার সুযোগই দেয়নি। আমি তাদের খেলায় মুগ্ধ। ভালো বিষয় হচ্ছে, আমরা মাত্র ১-০ গোলে হেরেছি।' দোন্নারুমা ইতালিকে বড় হার থেকে বাঁচিয়ে দিয়েছেন। ইতালির বর্তমান গোলকিপারকে নিয়ে বুফন বলেন, 'যদি সে একটা গোল হজম না করত, তাহলে সে দশে ১০ পেত। সে স্পেনের সব শটই আটকাল এবং সত্যিকার অর্থেই দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলেছিল।' স্পেনের বিপক্ষে ইতালি হেরেছে ১-০ গোলে। গোলটি ছিল আত্মঘাতী।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW