কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন বাংলাদেশের ৪ ক্রিকেটার। সাকিব আল হাসানের পর ড্রাফট থেকে কিনে নেওয়া হয় বাংলাদেশের রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলামকে। তাদের মধ্যে রিশাদ ও সাইফউদ্দিন এবারই প্রথম কোনো ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন। সাকিব ও শরিফুল খেলবেন একই দলে- বাংলাদেশি মালিকানাধীন বাংলা টাইগার্স মিসিসিগায়। রিশাদকে কিনে নেয় টরোন্টো ন্যাশনালস। সাইফউদ্দিনকে কিনে নিয়েছে মন্ট্রিয়াল টাইগার্স। গত মৌসুমে এই দলের হয়েই খেলেছেন সাকিব। কানাডার এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে গত মৌসুমে সাকিব ছাড়াও অংশ নিয়েছিলেন লিটন কুমার দাস। এ বছর অবশ্য লিটন দল পাননি। গত আসরে সারে জাগুয়ার্সের হয়ে লিটন ৮ ম্যাচের ৭ ইনিংসে ১৫২ রান করেন, গড় ছিল ২১.৭১, স্ট্রাইক রেট ছিল ১০০.৬৬। সাকিব ৪ ইনিংসে ১৫৪.৫৪ স্ট্রাইক রেট ও ২৫.৫০ গড়ে করেন ১০২ রান। এ ছাড়া সাকিব বল হাতে শিকার করেন ৫ উইকেট, একটি ম্যাচেই শিকার করেন তিনটি উইকেট। ফাইনালে মুখোমুখি হয়েছিল সাকিবের প্রাক্তন দল মন্ট্রিয়াল টাইগার্স ও লিটনের দল সারে জাগুয়ারস। যেখানে শেষ বলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিবের দল। যদিও সাকিব এলপিএলের কারণে ফাইনাল ম্যাচ খেলতে পারেননি। লিটন ফাইনাল ম্যাচে ১৩ বলে করেন ১২ রান। গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার তিনটি আসর ইতঃপূর্বে মাঠে গড়িয়েছে। মন্ট্রিয়াল ছাড়াও ভ্যাঙ্কুবার নাইটস ও উইনিপেগ হকস একবার করে শিরোপা জিতেছে। বর্তমানে অবশ্য উইনিপেগ দল টুর্নামেন্টে নেই। আগামী ২৫ জুলাই শুরু হয়ে এবারের আসরের পর্দা নামবে ১১ আগস্ট।