মুলাদীতে ১৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : : | প্রকাশ: ২২ জুন, ২০২৪, ০৬:২৯ এএম

বরিশালের মুলাদীতে দোকানের গুদাম থেকে প্রায় ১৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। শনিবার বেলা ১টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের প্যাদারহাট বন্দর থেকে এই জাল জব্দ করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এবং মুলাদী থানা পুলিশ ওই বন্দরে যৌথ অভিযান চালায়। এ সময় অবৈধ জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্যাদারহাট বন্দরে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ২টি গুদাম থেকে নতুন ৩২০টি চায়না দুয়ারী জাল এবং ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ১৮ লাখ টাকা। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজহারুল ইসলাম ভ্রাম্যমান আদালতে অবৈধ জাল বিক্রির অপরাধে ব্যবসায়ী সেলিম মোল্লা ও হালিম হাওলাদারকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW