ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক অর্থ বছরে ৭০ লাখ ৯৯ হাজার ৪৬৩ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। ফলে এ বছর গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশী টাকা সরকারী কোষাগারে জমা করেছেন উপজেলা ভূমি অফিস। পুরস্কৃত হয়েছেন ৩ কর্মকর্তা।
উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, সরাইল উপজেলার ৯ টি ইউনিয়নে রয়েছে ৯ জন উপ সহকারী ভূমি কর্মকর্তা। তারা সকলেই ভূমি উন্নয়ন কর আদায় করে সরকারী কোষাগারে জমা করে থাকেন।
২০২৩-২০২৪ অর্থ বছরে তারা কর আদায়ে সাফল্য দেখিয়েছেন। এবার আদায়কৃত কর গত বছরের দ্বিগুণেরও অধিক। এর মধ্যে সরাইল সদর, কালিকচ্ছ ও শাহবাজপুর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা সর্বোচ্চ কর আদায় করায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন স্মারক প্রদান করেছেন উপজেলা ভূমি অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা। এ ছাড়া সকল ইউনিয়নের ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসি ল্যান্ড নাসরিন সুলতানা বলেন, ভাল কাজের স্বীকৃতি, নিজেদের দায়িত্বের প্রতি আরো যত্নশীল ও অন্যান্য কর্মকর্তাকে কর আদায়ে উদ্ভুদ্ধ করতে এই সম্মান দেয়া হয়েছে।