নাটোরের সিংড়ায় মামার বিয়েতে এসে আত্রাই নদীতে ডুবে আজমাইল ইফতেদার গালিফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সিংড়া পৌর শহরের মহেশচন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু নাটোরের ধরাইল এলাকার রেজাউল করিমের ছেলে।
স্থানীয় ওয়ার্ড কমিশনার আবদুল আউয়াল রিংকু জানান, নিহত শিশু গালিফ তার মায়ের সঙ্গে মামা জনৈক আরিফুল ইসলামের বিয়েতে এসে হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পিছনে আত্রাই নদীতে পড়ে যায়। পরে তাকে উদ্ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মূহুর্তের মধ্যে বিয়ে বাড়ি বিষাদে পরিণত হয়।