ব্যর্থতার কারণেই প্যারাগুয়ে কোচের ছাঁটাই

এফএনএস স্পোর্টস: : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৪, ০৭:০০ পিএম

কোপা আমেরিকায় ব্যর্থ ছিল প্যারাগুয়ে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হেরেছে। দলটির বিবর্ণ পারফরম্যান্স মেনে নিতে পারেনি প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। তাই দলটির কোচ দানিয়েল গারনেরোকে ছাঁটাই করেছে তারা। গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে - গোলে পরাজয়ের পর দলটি সবচেয়ে বড় হারটি দেখে ব্রাজিলের বিপক্ষে। ভিনির জোড়ায় - গোলে বিধ্বস্ত হয় তারা। কোস্টা রিকার কাছেও হারে - গোলে। অথচ খুব বেশি দিন হয়নি দলটির দায়িত্ব নিয়েছিলেন ৫৪ বছর বয়সী গারনেরো। সেপ্টেম্বরে দায়িত্ব নিয়ে মাত্র ১০টি ম্যাচ ডাগআউট সামলেছেন। এই সময়ে তার দল ২টি ম্যাচই জিতেছে। গোল করতে পারলেও হজম করেছে ১৩টি! প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন তার উত্তরসূরির নাম ঘোষণা করেনি। তবে বিশ্বকাপ বাছাইয়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের সামনে। ১০ দলের বাছাইয়ে ম্যাচ শেষে এখন তাদের অবস্থান সাত নম্বরে। সামনে অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। ঘরের মাঠে প্রতিপক্ষ ব্রাজিল।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW