কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ চোরাই ৫টি গরুসহ চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, রাজারহাট থানার পুলিশের একটি দল লালমনিরহাট ও রাজারহাট উপজেলার ছিনাই ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালায়। গতকাল পুলিশ গরু চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাঘ আছড়া গ্রামের আতিকুর রহমান ওরফে আতিক কসাই (৪৫) কে গ্রেপ্তার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করে ২টি চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন পুলিশ ওই চোরকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম এলাকা থেকে আরো ৩ টি গরু উদ্ধার করে রাজারহাট থানা পুলিশ।
উল্লেখ্য গত ১৫ জুন রাজারহাট থানায় গরু চুরি মামলা দায়ের হওয়ার পর থেকেই রাজারহাট থানার পুলিশের একটি দল চুরির রহস্য উদঘাটন করে, চোরাই গরু উদ্ধার ও জড়িত চোরদের গ্রেপ্তারের লক্ষে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় পুলিশ গত সোমবার ৮জুলাই চোরাই গরু উদ্ধারসহ চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে রাজারহাট থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
এব্যাপারে রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, ইতোমধ্যে গরু চুরির বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা চুরি যাওয়া গরু সহ জড়িত চোরদের আটক করতে অভিযান পরিচালনা করছিু। কয়েকদিনের মধ্যে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি গরু সহ একজন চোরকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।