বিশ্বখাদ্য কর্মসূচীর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে প্রত্যন্ত অঞ্চলে বন্যা সতর্কবার্তা প্রচারের লক্ষে তিস্তা নদী অববাহিকা বিদ্যানন্দ ইউনিয়নের বন্যা প্রস্তুতি ও সাড়াদান জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০জুলাই) দুপুরে বিদ্যানন্দ হলরুমে ইউনিয়ন দুর্যোগ প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান, আরডিআরএস কুড়িগ্রাম কো-অর্ডিনেটর তপন কুমার, উপজেলা কো-অর্ডিনেটর আরিফ হোসেন, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: তাইজুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ সদস্য শেফারুল ইসলাম, একরামুল হক, লাভলু মিয়া প্রমুখ। মহড়া পরিচালনা করেন রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো: আক্তারুজ্জামান সওদাগর।