গ্যাসলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বুধবার (১০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এমন তথ্য জানানো হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের বরাতে ওই পোস্টে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ (দশ) ঘণ্টা রাজধানীর কলাবাগান, কাঁঠাল বাগান, পূর্ব রাজাবাজার, গ্রিনরোড ও পান্থপথ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।