বিয়ে করছেন সোহিনী

এফএনএস বিনোদন: : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৪, ০৫:২৫ এএম

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বিয়ে করতে যাচ্ছেন এই নায়িকা। গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে প্রেম আর বিয়ের গুঞ্জন চললেও সব সময় এড়িয়ে গিয়েছেন তিনি। তবে এবার জানা গেল তার বিয়ের খবর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, প্রেমিক শোভন গাঙ্গুলিকে বিয়ে করছেন সোহিনী সরকার। অনেক জল্পনার পর আগামী সোমবার তারা বিয়ে সারছেন তিনি। কলকাতার বাইরে একটি ফার্মহাউসে গাঁটছড়া বাঁধবেন সোহিনী-শোভন। তবে আগামী রোববার তারা গন্তব্যে পৌঁছবেন, দক্ষিণ ২৪ পরগণার একটি খামার বাড়িতে। বিয়ের পরদিন ঘরোয়া বউভাত হবে। তারকাদের বিয়ের পোশাক নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। বিয়েতে সোহিনী লাল বেনারসি শাড়ি পরবেন এবং শোভন পরবেন ধুতি-কুর্তা। বিয়ের দিন মেনুতে থাকছে মাছ ও মাটন, থাকছে না বিরিয়ানি। সকালের গায়ে হলুদের পর রেজিস্ট্রি বিয়ে হবে তাদের।  আচার বলতে শুধুই গায়ে হলুদ। শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে হবে বিয়ের আয়োজন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW