পীরগাছায় বীর মুক্তিযোদ্ধা শাহ মিজানুর রহমানের মৃত্যু বার্ষিকীতে দোয়া 

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৪, ০৫:৫২ এএম

রংপুরের পীরগাছা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মিজানুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পীরগাছা মহিলা কলেজ হলরুমে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা জাতীয় পার্টি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কলেজ গর্ভানিং বডির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ মাহবুবার রহমান। ছাওলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শামসুদ্দোহা চঞ্চলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আবদুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, পারুল ইউনিয়নের সদস্য সচিব আশরাফ আলী, ইটাকুমারী ইউনিয়নের সদস্য সচিব আসাদুজ্জামান, অন্নদানগরের সদস্য সচিব আবদুল লতিফ, পীরগাছা সদরের আহ্বায়ক আমিনুল ইসলাম রনজু, কৈকুড়ী ইউনিয়নের আহ্বায়ক নুর আলম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা নুর ইসলাম।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW