জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে সুহান(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। (১৩জুলাই) শনিবার দুপুরে উপজেলার ডিগ্রীরচর দক্ষিন পাড়ায় এই ঘটনা ঘটে। শিশুটি ঐ এলাকার বাসিন্দা শহিদ শেখের ছেলে।
এবিষয়ে চরপুটিমারি ইউপির চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ মাস্টার তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঐদিন দুপুরে শিশু সুহান বাড়ির পার্শে খেলাচ্ছলে বন্যার পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে পনিতে তলিয়ে যায়। খরব পেয়ে স্বজনরা অনেক খোঁজাখুজির পর ভেসে উঠা লাশ উদ্ধার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘পানিতে ডুবে সুহান নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।