আশাশুনি আওয়ামী লীগ নেতৃবৃন্দের রুহুল হক এমপির সাথে শুভেচ্ছা বিনিময়  

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৪, ০৬:৫৪ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক  স্বাস্থ্যমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এর সাথে আশাশুনি আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছে। বৃহস্পতিবার রাতে অধ্যাপক ডাঃ আ ফ রুহুল হক এমপি'র ঢাকা উত্তরার বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

শুভেচ্ছা বিনিময়কালে আধুনিক সাতক্ষীরার রূপকার ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। এসকল দেশবিরোধী ষড়যন্ত্র ও অপশক্তি রুখে দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি তৃণমূল থেকে আগত উপস্থিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ এর নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হক ডাবলু, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দিপ, উপজেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু, আওয়ামী লীগ নেতা কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW