রামগতিতে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্মীপুর) : : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৪, ০৭:১৫ এএম

লক্ষ্মীপুরের রামগতিতে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। রোববার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন দপ্তর। মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন।

এসময় উপজেলার ৪ হাজার ৯ শত কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার এবং ১৭ শ কৃষকের মাঝে নারিকেল গাছের ছারাসহ বিভিন্ন প্রজাতির ৮ হাজার গাছের ছারা বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিতা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্ব অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস। অনষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রান্তিক কৃষকগন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান, ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২ ও ২০২৪-২৫ মৌসুমে আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির প্রত্যেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি আমন বীজ ও ১০ কেজি এমপিও ১০ জি ড্যাব সারসহ মোট ২৫ কেজি করে বিনা মূল্যে সার-বীজ সরবরাহ করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষদি গাছের ১৬ টি স্টল রয়েছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW