হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৪, ০১:২৯ এএম

কিশোরগঞ্জের হোসেনপুরে পিকআপ ভ্যান চাপায় সুফিয়া (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন তার মেয়ে সাথী (১৩)। 

সোমবার (১৫ জুলাই) সকালে কিশোরগঞ্জ-ভালুকা সড়কের পূর্ব দ্বীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া উপজেলার জামাইল গ্রামের কামাল হোসেনের স্ত্রী। 

স্থানীয় সুত্রে জানা যায়, মেয়েকে নিয়ে দিন রাত উপজেলার বিভিন্ন সড়কে হাঁটাহাঁটি করাই ছিলো মানসিক ভারসাম্যহীন সুফিয়ার নেশা। প্রতিদিনের মতো এদিন সকালে মেয়েকে নিয়ে হাঁটতে বের হলে পূর্বদ্বীপেশ্বর এলাকার কিশোরগঞ্জ-ভালুকা সড়ক পার হতে গেলে কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে তারা গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে  হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW