ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের নির্দেশে কাস্টমস এ্যাক্ট ২০২৪ এর ২০৭ ধারা বাতিল ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য খালাস বন্ধের দাবিতে বেনাপোলে বন্দর ব্যবহারকারী চারটি সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় বেনাপোল বন্দরে পণ্য খালাস ও আমদানি রপ্তানি এক ঘন্টা বন্ধ ছিল। সোমবার (১৫ জুলাই) দুপুর ১ টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন, বেনাপোল কাস্টমস অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি রপ্তানিকারক সমিতি, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন ও ট্রান্সপোর্ট মালিক সমিতি। বেনাপোল কাস্টমস অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-বেনাপোল বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন, কাস্টমস অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হক মুকুল, কাস্টম বিষয়ক সম্পাদক আবদুল লতিফ, জয়েন্ট কাস্টমস বিষয়ক আলমগীর সিদ্দিক, সহ অর্থ সম্পাদক শাহাবুদ্দিন, আমদানি রপ্তানিকারক সমিতির সহ সভাপতি আমিনুল হক আনু, সাংবাদিক জামাল হোসেন, সিঅ্যান্ডএফ মালিক বিলকিস সুলতানা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান, সিঅ্যান্ডএফ মালিক আবদার হোসেন, ব্যবসায়ী নেতা কামরুজ্জামান বাবলু ও যুবলীগ নেতা কাকনসহ অ্যাসোসিয়েশনের নেতা ও সিঅ্যান্ডএফ অ্যাজেন্টের মালিক-কর্মচারীরা। কর্মসূচিতে বক্তরা বলেন, তাদের দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশে পণ্য খালাস ও আমদানি রপ্তানি বন্ধসহ কাস্টমস-বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।