দিরাই থানা পুলিশের অভিযানে কুখ্যাত ২ ডাকাত সহ গ্রেপ্তার ৬জন

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) :  : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৪, ০৪:২৫ এএম

দিরাই থানা পুলিশের অভিযানে দিরাই থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি ডাকাতি, ১টি অস্ত্র আইনে, ১টি দস্যুতা ও ১টি চুরি মামলা সহ ১৩টি মামলার আসামি মোঃ সুজন আহমদ সেবুল (৩৩) কে দিরাই থানার একটি ছিতনাই মামলার সন্ধিগ্ধ আসামি হিসাবে কাইমা এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে। সেবুল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বৈরাগীরগাঁও গ্রামের হাছন খান ও মরিয়ম বিবির পুত্র।

গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে প্রাপ্ত স্বীকারোক্তি মোতাবেক দিরাই থানাধীন কাইমা এলাকা থেকে সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকা হতে চুরি যাওয়া একটি নীল রংয়ের ১৫০ সিসির পালসার মোটর সাইকেল যাহার রেজি নং-সিলেট মেট্টো-ল-১১-৩২১২, মূল্য অনুমান এক লক্ষ টাকা উদ্ধার করা হয়।

পৃথক অভিযানে ১টি ডাকাতি, ৭টি চুরি, ১টি জুয়া ও অন্যান্য ধারায় ১টি মামলা সহ ১০টি মামলার আসামি দিরাই পৌরসভার ভরারগাঁও গ্রামের ওয়াকিব উল্লার ছেলে রহিবুর @ রহিবুল (৪৪) কে পৌর এলকার ভরারগাঁও হতে গ্রেপ্তার করা হয়েছে।

অপর একটি অভিযানে ২টি রেঞ্চ, ১টি তালা ভাঙ্গার যন্ত্র, ১টি হেমার সহ দিরাই হাইস্কুল রোডের জনি পাল (২২), পিতা-স্বপন পাল, স্বপন মিয়া (২৩), পিতা-মতিন মিয়া, দোওজ গ্রামের রনি বিশ্বাস (২৫) পিতা-মৃত মনিন্দ্র বিশ্বাস, পৌর সদরের হারানপুর গ্রামের প্রকাশ বিশ্বাস (২২), পিতা-মৃত আনন্দ বিশ্বাস কে দিরাই টু সুনামগঞ্জ রোড হতে গ্রেপ্তার করা হয়।

দিরাই থাণা সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW