উপজেলা বন বিভাগের আয়োজনে বেগমগঞ্জ বৃক্ষ রোপন কর্মসূচি 

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৪, ১০:৪১ এএম

উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বেগমগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ -বেগমগঞ্জ-সোনাইমুড়ি গ্যাস ফিল্ড সড়কে ৫ কিঃমি বৃক্ষরোপন করা হবে। 

সোমবার বিকেলে উপজেলার কাজিরহাট শহীদ আমানুল্লাহ উচ্চবিদ্যালয় হলরুমে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বন কর্মকর্তা শামছু উদ্দিন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলী। 

সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট শরিফুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন, উপজেলা বন ও পরিবেশ কমিটির সদস্য জান্নাতুল ফেরদাউছ সহ অনেকেই। 

এরপর প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে  সেনবাগ -বেগমগঞ্জ-সোনাইমুড়ি গ্যাস ফিল্ড সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW