শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

এফএনএস বিনোদন: : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৪, ০৪:৫৬ এএম

শুটিং সেটে ২০ ফুট উপর থেকে পড়ে মারা গেলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় স্টান্টম্যান ইজুমালাই।  জানা গেছে, পরিচালক পিএস মিথরানের তামিল স্পাই অ্যাকশন থ্রিলার ঘরণার ছবিসর্দার সেটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সূত্র বলছে, গত ১৫ জুলাই থেকে শুরু চেন্নাইয়ের শালিগ্রামের এলভি প্রসাদ স্টুডিওতে শুরু হয়সর্দার শুটিং। আর এই দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে। অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তার মৃত্যুটি আসলেই দুর্ঘটনা নাকি কেউ তাকে ধাক্কা মেরেছে সে বিষয়টি খতিয়ে দেখছে চেন্নাই পুলিশ। ২০২২ সালে মুক্তি পেয়েছিলসর্দারছবিটি, তারই সিকুয়েল হতে যাচ্ছেসর্দার প্রিন্স পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। যেখানে কার্তি, রাশি খান্না, রাজিশা বিজয়ন, চাঙ্কি পান্ডে এবং লায়লা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। -  ইন্ডিয়ান এক্সপ্রেস

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW