ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) :  : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৪, ০৫:৪০ এএম

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টার দিকে ওয়াসিব (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওয়াসিব পৌরশহরের স্বজনপুকুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহামুদ বলেন, খবর পেয়ে সকাল ১১টার দিকে গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে ওয়াসিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পৌর মেয়র স্বজনপুকুর এলাকার বাসিন্দা মো. মাহমুদ আলম লিটন বলেন, ওয়াসিবের পিতার মৃত্যুর পর সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং নেশাগ্রস্তও হয়ে যায়। নেশার টাকার জন্য মাকে মারপিট করার কারণে মা বাড়ী ছেড়ে অন্যত্র চলেন যান। সাতার না জানায় সে হয়তো মানসিক ভারসাম্য অবস্থায় সকালে কোনো একসময় পুকুরের পানিতে পড়ে মারা যায়। স্থানীয়রা পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়াসিব নামের যুবকের মরদেহ উদ্ধার হওয়া ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW