কাপাসিয়ায় ছাত্রদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৪, ০৫:৫১ এএম

কোটা আন্দোলনের নিহত শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবিতে কাপাসিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃহস্পতিবার এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আহ্বানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কাপাসিয়া সদরে অবস্থিত তাজউদ্দীন আহমদ চত্বরের সামনের সড়কে এই সমাবেশ করেন তারা। সমাবেশে হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় দুই ঘন্টার অধিক সময় এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। 

টানা ২ ঘন্টা সমাবেশে উপস্থিত ছাত্ররা কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের হত্যার প্রতিবাদ জানান এবং তাদের হত্যার দ্রুত বিচারের দাবি করেন। সেই সাথে আর কোন ছাত্র যেন কোটা আন্দোলনে হত্যা ও আহত না হয় সেজন্য পুলিশ সহ প্রশাসনের কাছে দাবি ও আহ্বান জানান। তাদের দাবি তারা কোটা আন্দোলনের সংস্কার চেয়েছেন। কোটা আন্দোলনের সংস্কার চাওয়াতে মিটিং মিছিলে পুলিশ কেন গুলি করবে পুলিশ কেন ছাত্রদের হত্যা করবে, পুলিশ এই অধিকার কোথায় পেয়েছে এর দায় পুলিশ দেন নিতে হবে।

সেই সাথে আমাদের দাবি পুলিশ কেন আমাদের ভাই ও ছাত্রদের উপরে গুলি করবে। আমাদের টাকায় যেই পুলিশের বেতন হয়, আমাদের টাকায় যে পুলিশের গুলি কেনা হয়, সেই গুলি কেন আমার ভাইবোনদের বুক ফুটো করবে। 

সমবেত ছাত্ররা ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, ছাত্রলীগের নামধারী ছাত্ররা ছাত্র হয়ে যে কান্ডটি করেছেন তা নিন্দনীয় ও অযৌক্তিক। এই কোটা আন্দোলন করতে গিয়ে ছাত্ররা অধিকার চেয়ে হয়ে গেল রাজাকার। একজন সরকার প্রধান হয়ে কিভাবে ছাত্রদেরকে এভাবে কটূক্তি করতে পারে একটি নিন্দনীয় হিসেবে আখ্যায়িত করেন তারা। 

তাজউদ্দীন আহমদ চত্বরের সমাবেশে শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের শিক্ষার্থীসহ, টোক শহিদ মমতাজ উদ্দিন কলেজ, কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এ- কলেজ, কাপাসিয়া টেকনিক্যাল কলেজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র ও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW