নাটোরের লালপুর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্মুক্ত আলোচনা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শিমুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মর্তুজা লিলি, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন শাপলা, লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজন। আলোচনা সভায় লালপুরে আইন-শৃঙ্খলা, হাট-বাজারের উন্নয়ন, লালপুর ত্রিমোহিনি চত্বরে যানজট সহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।