ভারতের সাহায্যে নতুন নির্বাচন চান ড. ইউনূস

এফএনএস: : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৪, ০৪:৫৩ এএম : | আপডেট: ১৩ আগস্ট, ২০২৪, ০৬:০৩ এএম

ভারতের সাহায্যে বাংলাদেশে একটি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর সাহায্যও চেয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি মনে করেন, বাংলাদেশে ‘গণতান্ত্রিক পরিবেশ’ নেই এবং এই সংকটময় পরিস্থিতিতে ভারতসহ সার্কভুক্ত দেশগুলোকে বাংলাদেশের দিকে নজর দিতে হবে। তবে এখানেই তীব্র আপত্তি জানিয়েছেন ভারতের বর্ষীয়ান সাংবাদিক, বিশ্লেষক মহল।

তারা জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা কেবল তাদের দেশের মানুষকে নিয়েই সমাধান করতে হবে। আর এই সমাধানে বিদেশি রাষ্ট্রের ভূমিকা চাওয়া মানেই নিজের দেশকে অসম্মান করা। 

তাদের মতে, ভারতের কোনো সুশীল সমাজ, কোনো নাগরিক এমনকি বিরোধীদলের নেতাও বিদেশে গিয়ে নিজ দেশের বিষয়ে নেতিবাচক প্রচার করেন না।

ভারতের জাতীয় প্রেসক্লাবের সভাপতির মতে, ইউনূস সাহেবের সঙ্গে আমার দু’একবার দেখা হয়েছে। আমার অনুরোধ, আপনি এই বয়সে এসে তারেকের কথা মতো চলবেন না। বাংলাদেশকে ধ্বংস করবেন না।

নোবেলজয়ী ড. ইউনূসের বয়স হয়েছে উল্লেখ করে তাকে দেশ গড়ার জন্য ইতিবাচক ভূমিকা নেয়ারও আহ্বান জানান সুখরঞ্জন দাশগুপ্ত।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW