লোহাগড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে যুবক নিহত

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৪, ০৩:২৪ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে নয়ন শেখ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নয়ন শেখ বয়রা গ্রামের কবিরুল শেখের ছেলে। এ সময় আহত হয়েছেন হাসেন কাজীর ছেলে সবুজ কাজী (২৩)। বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের মধ্যের রাস্তায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন শেখের স্ত্রী লোহাগড়া হাসপাতালে সিজারিয়ান অপারেশন করানোর জন্য ভর্তি রয়েছেন। নয়ন শেখ বৃহস্পতিবার সকালে বয়রা গ্রামস্থ্য নিজ বাড়ি থেকে তার সহযোগি সবুজ কাজীকে (২৩) নিয়ে মোটরসাইকেলযোগে  লোহাগড়া হাসপাতালে আসার জন্য রওনা হন। কিন্তু পথিমধ্যে  গ্রামের তোতা কাজীর বাড়ির পশ্চিম পাশের্^ পৌঁছালে ফাঁকা রাস্তার উপর গতিরোধ করে দূর্বৃত্তরা। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে দূর্বৃত্তরা কবিরুল শেখের ছেলে নয়ন শেখ ও হাসেন কাজীর ছেলে সবুজ কাজী কে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নয়ন শেখকে মৃত ঘোষণা করেন। মারাত্বক জখম সবুজ  কাজীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। হত্যাকান্ডে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW