কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউপির বৈরাগীর চরের পদ্মা নদীতে জেলেদের জালে সাড়ে ৪ ফুট লম্বা সাইজের একটি ঘরিয়াল আটক হয়। পরে খুলনা বিভাগীয় বন ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপক মফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি টিম পদ্মা নদীর নিরাপদ স্থানে অবমুক্ত করেছেন। জানাযায় সোমবার রাতে উপজেলার মরিচা ইউপির বৈরাগীর চর গ্রামের জেলে কামরুল ইসলাম নদীতে মাছ ধরতে গেলে রোববার ভোর ৫ টাই নদীতে জাল ফেল ধরা পড়ে সাড়ে ৪ ফুট লম্বা সাইজের একটি ঘরিলা। পরে স্থানীয় গনমান্য ব্যক্তিদের পরামর্শে ৯৯৯ ফোন দিলে খুলনা বিভাগীয় বন ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপক মফিজুর রহমান চৌধুরী সঙ্গীয় টিম বিকেল ৪ টাই দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল হক ও মরিচা ইউপির চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদের সহ যোগিতায় উপজেলা বন কর্মকর্তা আবুবকর ওরুফে রুমেল, ২ নং ওয়াডের মেম্বর নাসির উদ্দীন নদীতে পৌঁছালে জেলেরা ঘরিলাটি তাদের কাছে সুস্থ্য অবস্থাই হস্তান্তর করেন। পরে তার পদ্মা নদীর নিরাপদ যায়গায় অবমুক্ত করেছেন।