টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত মারুফের জানাযা 

এফএনএস (বিভাস কৃষ্ণ চৌধুরী; টাঙ্গাইল) : : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৪, ০১:১৩ এএম

টাঙ্গাইলে ৫  আগস্ট  সোমবার  সন্ধ্যায় সদর মডেল থানায় হামলার অভিযোগে পুলিশের গুলিতে নিহত হয় শিক্ষার্থী মারুফ হোসেন।

৬ই আগস্ট মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মারুফের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ বিভিন্ন স্থরের প্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও জানাযার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়করা মারুফের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।এছাড়াও মারুফের নামে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে একটি স্মৃতি ফলক স্থাপনা করা হবে বলেও জানায় তারা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW