কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া): : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৪, ০৪:১০ এএম : | আপডেট: ১ অক্টোবর, ২০২৪, ০৪:২৪ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাটে বজ্রপাতে সাজীদ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাজীদ কামিরহাট গ্রামের সিদ্দিকের ছেলে। ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার (১ আক্টোবর) দুপুরে সাজীদ কামিরহাট বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ী যাচ্ছিলো। সে সময় বৃষ্টির মধ্যে বজ্রপাতে সাজীদ মাটিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বজ্রপাতে যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW