শেরপুরে শিক্ষকদের ১০ দফা দাবির স্মারকলিপি

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৪, ১১:৪১ পিএম

শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপির প্রদান করা হয়। এর আগে শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।  এ সময় সমিতির শেরপুর জেলা শাখার সভাপতি  মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাক আলী, সিনিয়র সহ-সভাপতি বিজন কৃষ্ণ চক্রবর্তী ,সাংগঠনিক সম্পাদক মামুন মুজাহিদুল ইসলাম,  শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ করিম, ঝিনাইগাতী উপজেলার সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি ইসরাত জাহান শম্পা, সাধারণ সম্পাদক রফিকুল হাসান খুররম প্রমুখ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW