পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের আনন্দ দেয়ার জন্য এক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শনিকার সন্ধ্যায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলা চত্বরে তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতি এর আয়োজন করে। সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি এম এ বাসেত এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত লোক সংগীত শিল্পী শিশির রহমান।
সাংবাদিক মোস্তাক আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম (শাহীন), দৈনিক টারমিগান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সেলিম, দৈনিক সবুজ নিশান পত্রিকার সম্পাদক এ্যাড. মু. আবু সাঈদ সোহান, ব্যবসায়ী মো. ইকবাল হোসেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ রানা ও ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ফরহাদ হোসেন। এ সময় তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস কে দোয়েল, যুগ্মস্পাদক আহসান হাবীব, অর্থসম্পাদক জুলহাস উদ্দীন, সিনিয়র সাংবাদিক সোহারাব হোসেন, আবদুর রাজ্জাক ও তেঁতুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক জাবেদুর রহমান ও সদস্য মিন্টু উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত উপস্থিত দর্শকদের মাঝে একাধিক পরিবেশন করে মাতিয়ে তোলেন অতিথি শিল্পী শিশির রহমান সহ স্থানীয় সংগীত শিল্পীদের মধ্যে আমানুল্লাহ আমান চৌধুরী, বাঁশি বাদক বাবু মেম্বার, হাসান গান পরিবেশন করে।