গত শনিবার দিবাগত রাত অনুমান ১০.৩০ টায় তেঁতুলিয়ায় সিলিং ফ্যানের সংগে গলায় ফাঁস দিয়ে আবু সাঈদ (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়াগছ গ্রামের মরহুম হাসন আলীর ছেলে। পেশায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের একটি আবাসিক হোটেলে ম্যানেজার। পারিবারিক সূত্রে জানা যায় গত কয়েক মাস আগে পরিবারের লোকজনকে না জানিয়ে নিজের পছন্দে একজনকে বিবাহ করে। ঘটনার দিন রাতে কর্মস্থলে ডিউটিরত থাকাবস্থায় তার কক্ষে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সংগে গলায় ফাঁস দেয়। দীঘক্ষণ দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে হোটেলের মালিক আশপাশের ব্যবসায়ী সহ পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
তেঁতুলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী ঘটনার বিষয়টি জানেন এবং তিনি ওই সময়ে থানায় থাকাবস্থায় নিহতের স্ত্রী, শ্বশুড়-শাশুড়ি সহ তার পরিবারের লোকজন উপস্থিত হয়ে কান্নাকাটি করছিল বলে জানান।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ প্রবীর চন্দ্র সরকার বলেন, ঘটনাটি জেনে লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।