পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা সমন্বয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাক্সিন ক্যাম্পেইন ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মো. ফজলে রাব্বি এর সভাপতিত্বে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার (ভার.) ডা. মো. রাজিনুল হক। কিশোরীদের জ্বরায়মুখু ক্যান্সার রোগের লক্ষন এবং প্রতিরোধে এইচপিভি ভ্যাক্সিন গ্রহণের প্রয়োজনীয়তা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিষদভাবে আলোচনা করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. আফিয়া জিন্নাত আফি। আলোচনা সভায় স্বাগতবক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. এ এস এম রুহুল আমিন জানান, তেঁতুলিয়া উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের অনলাইনে রেজিস্ট্রিশনের মাধ্যমে আগামী ২৪ অক্টোবর থেকে একযোগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের ১ম (১০ দিন) এবং ২য় পর্যায়ে (৮দিন) কমিউনিটি কিশোরীদের এ ভ্যাক্সিন প্রদান করা হবে। উপজেলায় ৭ হাজার ৮২৯ জনকে বিনামূল্যে এইচপিভি প্রতিশোধক ভ্যাক্সিন প্রদান করা হবে। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. ইউনুস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শওকত আলী, উপজেলা শিক্ষা অফিসার. মোস্তাফিজুর রহমান, তেঁতুলিয়া মডেল থানার এসআই মানিক সহ সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।