হাতিয়ায় ইয়াবা-সরঞ্জামাদি সহ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) : : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৪, ০৩:১৮ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে নৌবাহিনী অভিযান পরিচালনা করে মো: খোকন মিয়া নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী মো: খোকন মিয়া (৪২) চরকিং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো: তাহেরের ছেলে। এ সময় ইয়াবা সরঞ্জামাদি ও নগদ টাকা সহ তাকে আটক করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি টিম উপজেলার চরকিং ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৮৫ পিচ ইয়াবা, ইয়াবা সেবন সরঞ্জামাদি, নগদ ২৩ হাজার ৩৭৯ টাকা, ০৩ টি স্মার্ট ফোন, ০১টি বাটন সেট, ০২ টি সিম কার্ড ও একটি ছুরি সহ তাকে আটক করে হাতিয়ায় অবস্থানরত নৌবাহিনী।
হাতিয়া নৌ-কন্টিনজেন্ট মিডিয়া থেকে জানানো হয়, ইয়াবা সহ আটককৃত খোকন মিয়া দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবা সেবন ও বিক্রি করে আসছে। গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হই। পরে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW