বাজার সিন্ডিকেট ভাঙ্গতে ন্যায্য মূল্যের দোকান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৪, ০৪:৪৪ পিএম

বাজার সিন্ডিকেট ভাঙ্গতে নগরীর চাঁদমারি মাদ্রাসা সড়কস্থ প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসানো হয়েছে ন্যায্য মূল্যের দোকান।
বৈষম্যবিরোধী ছাত্র নাগরিক বরিশালের ব্যানারে বুধবার সকালে প্রথমদিনের এ বাজারে খুচরা বাজারের চেয়ে পণ্য কম দামে পেয়ে ক্রেতারা বেজায় খুশি। সকাল ১০ টা থেকে শুরু হওয়া বাজারের সকল পণ্যই বেলা ১১ টার মধ্যে শেষ হয়ে গেছে। ক্রেতারা বলছেন, এভাবে যদি বাজার বিভিন্নস্থানে বসানো যায় তাহলে বাজারের মূল্য সিন্ডিকেটের অধপতন ঘটবে। 
বাজার পরিচালনার দায়িত্বে থাকা আবু বক্কর সিদ্দিক জানান, প্রথমদিনে তারা বৈষম্যবিরোধী ছাত্র নাগরিক বরিশালের চাঁদমারি কলোনীতে দোকান বসিয়েছেন। মূলত বাজার সিন্ডিকেট ভাঙার জন্যই তাদের এ উদ্যোগ। তিনি বলেন, উজিরপুরের গুঠিয়া এলাকা থেকে পণ্য ক্রয় করে এনে এখানে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। প্রথমদিনে নগরীর দুইটি এলাকায় এ দোকান বসানো হয়েছিলো। যতদিন বাজার সিন্ডিকেট না ভাঙবে ততোদিন তাদের ন্যায্য মূলের বাজার থাকবে জানিয়ে তিনি আরও বলেন, আমরা সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য এনে ভোক্তার কাছে বিক্রি করছি।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW