সৈয়দপুরে মামলার বাদীর বাড়ীতে বিবাদী পক্ষের হামলা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৪, ০৩:৩০ পিএম

নীলফামারীর সৈয়দপুরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে রফিকুল ইসলাম ও বাফাজ গং এর মধ্যে। এক পর্যায় তাদের মধ্যে কোন সুষ্ঠু সমাধান না হওয়ায় অবশেষে আদালতের আশ্রয় নেয় রফিকুল ইসলাম। ওই মামলায় ১১জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এটি ঘটেছে সৈয়দপুর পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ড সরকার পাড়ায়। মামলার বাদী রফিকুল ইসলাম জানান, মামলার ১১জন আসামীর মধ্যে ১০জন আসামি আদালত থেকে জামিন নেন। তবে এক নম্বর আসামি মিজানুর রহমান ছিল পলাতক। ৩০ অক্টোবর মামলার এক নম্বর আসামি জামিনের জন্য আদালতে হাজির হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। এতে বিবাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে বাড়ীতে ফিরে আসে। ওইদিন রাতে বিবাদী পক্ষের বাফাজ উদ্দিন, আবদুল হামিদ,রবিউল ইসলাম,মানিক, আতিকুল ও সফিকুল আমার বাড়ীতে হামলা করে। এ সময় তাদের সাথে রেখা বেগম,লতা বেগম,ফেন্সি ও মনি যোগ হয়ে আমার মা রহিমা বেগম (৫৪), স্ত্রী নাজমিন (৩০) কে বেধড়ক পিটিয়ে ফুলা জখম করে। মা রহিমা বেগমের মাথায় ছুরি দিয়ে কোপ মারলে মাথা কেটে রক্ত ঝরতে থাকে। তার মাথার চুল টেনে ছিড়ে ফেলে। এরপর বাড়ীর বৈদ্যুতিক মিটার, ঘরের দরজা,বেড়া চাটি ভেঙ্গে ফেলে প্রাননাশের হুমকী দিয়ে চলে যায়। বর্তমানে আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে। আহত রহিমা বেগম জানান,হামলাকারীরা দুষ্ট প্রকৃতির লোক। তারা আমার প্রতিবেশী। কিন্তু কোন কিছু ঘটলেই তারা দলবদ্ধ হয়ে মারতে আসে। আমি তাদের বিচার দাবী করছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW