পাবনার সুজানগরে গত বুধবার জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওইদিন সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার পাশাপাশি ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও কৃষক আবদুল হাকিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুখ হোসেন চৌধুরী ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল মালেক। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। উল্লেখ্য এ বছর জাতীয় ইঁদুর নিধন অভিযানে বিভিন্ন প্রজাতির ইঁদুর প্রদর্শন করা হয়।