যাত্রীবাহি বেপরোয়াগতির পরিবহনের চাঁপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফাউজিয়া মিম বুধবার দিবাগত রাত নয়টার দিকে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ববি’র প্রধান গেটের সামনের সড়ক পারাপারের সময় ঢাকাগামী যাত্রীবাহি নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের একটি পরিবহন তাকে চাঁপা দেয়। ববি’র শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, নিহত মিম ববি’র পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘাতক বাসটিতে আগুন দিয়েছে। এরপর বুধবার দিবাগত রাত সাড়ে বারোটা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তথ্যের সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে নিহত মীমের হত্যাকারী চালক, হেলপার ও বাসের মালিককে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়ক অবরোধ চলাকালীন দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে নিহত ছাত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।