জামালপুর প্রতিনিধি॥জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো: আহসান হাবীবকে (২৬) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। ৩১অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শাহ মো: এনায়েত হোসেন জানান, ২০১৯ সালে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের মো: এনু শেখের মেয়ে তিথি বেগম(২০)র সাথে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলে মো: আহসান হাবীবের পারিবারিক ভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একজন ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে তিথি বেগমকে নির্যাতন ও মারধর করে আসছিল তার স্বামী। ২০২২ সালের ১২ এপ্রিল রাতে আহসান হাবীব তার স্ত্রী তিথি বেগমকে এক লক্ষ টাকা যৌতুকের দাবী করে মারধর শুরু করে। একপর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ হত্যা করে। এই ঘটনার পরের দিন তিথির মামা ইসলামপুর উপজেলার কাছিমা ফারাজীপাড়া গ্রামের আব্বাস আলী ফরাজী (৫২) বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীর ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ৯ জন স্বাক্ষীর স্বাক্ষের ভিত্তিতে সন্দেহতাতীত ভাবে হত্যাকান্ডের বিষয়টি আদালতের কাছে প্রমাণিত হয়। বিচার প্রক্রিয়া শেষে আসামি আহসান হাবীবের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। রায়ে আসামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বিচারক। এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুতাকাব্বির রুবেল।