২০১২ সালের বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে পথচলা শুরু হয় বিপিএলের। দিনে দিনে কিছুটা রং হারালেও এই লিগ নিয়ে ভক্ত ও ক্রিকেটারদের আগ্রহ থাকে বেশ। চলতি বছরের ২৭ ডিসেম্বর থেকে শুরু হবা কথা ছিলো এই মেগাইভেন্টের ১১তম আসর। কিন্তু বিসিবির ১৫তম সভা শেষে গত বুধবার এই টুর্নামেন্টের জন্য নতু সূচি প্রকাশ করে। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন এই টুর্নামেন্টটি আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবং ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের ১১তম আসর। যদিও শুরুতে ২৭ ডিসেম্বর থেকে টুর্নামেন্টটি আয়োজনের চিন্তা ভাবনা ছিল নাজমুল হোসেন পাপনের নেতৃত্বাধীন বোর্ডের। বিপিএলের ৭ দল চূড়ান্তকরণ ও প্লেয়ার্স ড্রাফট ইতিমধ্যে শেষ হয়েছে, তবে দলগুলো এখনো ব্যক্তিগত পর্যায় থেকে বিদেশি ক্রিকেটারদের দলভুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টকে জমিয়ে তুলতে তারকার সমৃদ্ধি দেখা মিলবে টুর্নামেন্টের আসন্ন আসরেই। আসন্ন ১১তম আসরে বোর্ড বিপিএলের পূর্ণাঙ্গ ই-টিকিট ব্যবস্থা চালু করার নীতিগত সিদ্ধান্তও গ্রহণ করেছে, যার মাধ্যমে ভক্তদের টিকিট সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ হবে। সভা শেষে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে বিসিবি।