মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। নিউজিল্যান্ড ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ পকেটে পুরে নিয়েছে। ভারতকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার দৌড়ে ভালো জায়গায় থাকতে গেলে এই টেস্টে জিততেই হবে। ভারত সিরিজ হেরে থাকা অবস্থায় শেষবার ওয়াংখেড়ে টেস্টে খেলতে নেমেছিল ২০ বছর আগে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন সেই দলে ছিলেন বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর। মুম্বই টেস্টে নামার আগে ভারতের ব্য়াটিং বিভাগ ছন্দে ফিরতে মরিয়া। বিরাট কোহলি-সহ ক্রিকেটারদের দেখা গিয়েছে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারদের কথা মাথায় রেখে বিশেষ ধরনের অনুশীলন করতে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে দলের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিচ্ছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর বলেছেন, দলে নতুন কোনও সংযোজন হয়নি। সকলেই খেলার জন্য প্রস্তুত। চলতি সিরিজে এখনও যাঁরা খেলেননি তাঁদের খেলতে নামানোর পরিস্থিতিতেও নেই দল। ফলে একাদশ অপরিবর্তিত রাখার আভাস গম্ভীর দিলেও তা নাও হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ বা মহম্মদ সিরাজ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি বা ম্যাট হেনরি, উইলিয়াম ও রোর্ক, এজাজ প্যাটেল।