পাবনার ভাঙ্গুড়ায় ২৭ কৃতী শিক্ষার্থীকে সাফল্য সংবর্ধনা দিয়েছে প্রিজম প্রি-ক্যাডেট এ- হাইস্কুল।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পৌরশহরের এসআর পাড়ায় অবস্থিত প্রিজম প্রি-ক্যাডেট এ- হাইস্কুল মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি'র ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া ফলাফলের ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার এবং ৬ শ' টাকার প্রাইজমানি দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রিজমের প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল আহমেদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আবদুল করিম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক (অব.) মাহবুব উল আলম, বিএনপি নেতা রেজাউল করিম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, প্রেসক্লাবের সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন আহমেদ মুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শেখ সাখাওয়াত হোসেন। প্রিজমের পরিচালক রাসেল আহমেদ জানান,শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।