পীরগাছায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ 

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৪, ০৭:৫২ পিএম

রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই নেতার নাম লাভলু মিয়া। তিনি উপজেলার কৈকুড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক। হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানান ভুক্তভোগী লাভলু মিয়া। অভিযোগে জানা যায়, স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী-সদস্য রুবেল মিয়া, রবিন মিয়া, মুন্না, রফিকুল, জীবন, শাকিল, পরশ, বিলাশসহ ১২-১৩ জনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদ করতেন লাভলু মিয়া।  এরই জেরে মঙ্গলবার (২৯ অক্টোবর)  রাত ৭ টার দিকে অভিযুক্তরা আরও অজ্ঞাতনামা ৩০-৩৫ জনসহ লাভলু মিয়ার সার ও কীটনাশকের দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এ সময় লাভলু মিয়া ও তার ছোটভাই সুমন মিয়াকে মারপিট করে হামলাকারীরা। বর্তমানে এই দুজন পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।   এবিষয়ে পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, এ ব্যপারে তারা লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW