ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাজশাহীতে আনন্দ মিছিল

এফএনএস (এম এম মামুন; মোহনপুর, রাজশাহী) : : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৪, ০৮:০১ পিএম

বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা হওয়ার খুশিতে গরু নিয়ে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী৷ পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর আলুপট্টি মোড় থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়৷ আনন্দ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিশু সিমলা পার্ক শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়৷ জানা যায়, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার খুশিতে গরু কেটে রাতে একটি গণভোজের আয়োজনের করা হয়। এর জন্য দুপুর থেকে বিভিন্ন আয়োজন চলছে শিশু একাডেমিতে। গণভোজ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত থাকার কথা রয়েছে। মিছিলে অংশ নেন রাজশাহীর সম্নয়ক সোহেল রানা, রায়হান আলী প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW