কাউখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৪, ০৪:০২ পিএম

পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাউখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হলরুমে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ রফিকুল কবির লাভলুর তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক জিয়াউর হাসান নিক্সন, মোঃ রফিকুল ইসলাম, বিএনপির সদস্য মনজুরুল কবির পিয়ারু, শহীদ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাওলাদ হোসেন মইন, ছাত্রদলের সদস্য সচিব সোয়াইব সিদ্দিক সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কয়েক শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন, বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাভলু, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের সাধারণ সম্পাদক, মেডিসিন ও সার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ তালহা, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ। ডঃ রফিকুল কবির লাভলু জানান, বিএনপির উদ্যোগে কাউখালীতে প্রতি মাসে একবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW